Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

০১। সমিতি ও সদস্যগণকে অর্থেনৈতিক কর্মকান্ডের জন্য নির্ধারিত মেয়াদ ও শর্তসাপেক্ষে জামানতসহ বা ব্যতিত নগদ বা বস্তুগত ঋণ প্রদান।

০২। সদস্যের অনুকুলে ক্ষুদ্র ও মাঝারী মাত্রার ঋণ প্রদান।

০৩। সদস্যের উৎপাদিত পণ্য গুদামজাতকরণ ও বিপণেনের সুযোগ সৃষ্টি এবং তদউদ্দেশ্য ঋণ প্রদান।

০৪। সমিতি পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা ও আনুসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।

০৫। সদস্যগণকে জীবিকা ভিত্তিক আয়বর্ধক ক্ষুদ্র খামার, ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প এবং সেবা প্রকল্পে বিনিয়োগে উদ্বুদ্ধকরণ এবং পেশাগত পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

০৬। সদস্যগণকে কুটির শিল্প এবং কৃষিভিত্তিক দ্রব্য, গবাদী পশু, যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি এবং কুটির শিল্পের কাঁচামাল ক্রয় ও মজুদকরণের জন্য ঋণ সরবরাহ এবং এরুপ পণ্য বা গবাদি পশু বিক্রয়ের জন্য কোন সংস্থার পক্ষে উহার প্রতিনিধি হিসেবে কাজ কর।